জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের গোরস্থান হতে মাদারগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত রাস্তাটি এলাকার জণসাধারন ও যানবাহন চলাচলের একমাত্র রাস্তা। প্রবল বর্ষণ ও বন্যায় রাস্তাটি ব্যাপক ক্ষতি সাধিত হলে যাতায়াতের চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
রাস্তার সংস্কারের আগের অবস্থা
ভেঙে যাওয়া রাস্তাটি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপির দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষণিক ভাবে রাস্তাটি সংস্কারের নির্দেশ প্রদান করেন। সে প্রেক্ষিত সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী অফিসের সহযোগিতায় পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল রাস্তার বিভিন্ন স্থানে সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করায় এলাকাবাসীর ভূয়সি প্রশংসা পাচ্ছেন। এ বিষয়ে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের অটোরিকশা চালক নজরুল ইসলাম জানান,বন্যায় ও বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তাটা সংস্কার করায় এলাকাবাসীর দূর্ভোগ লাঘব হয়েছে। এ ব্যাপারে কামরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম ভিপি জানান, সরিষাবাড়ী উপজেলার সাথে গোরস্থান মোড় থেকে মাদারগঞ্জ উপজেলায় যাতায়াতের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই জনগুরুত্ব বিবেচনা করে রাস্তাটি ভালোভাবে সংস্কার ও প্রশস্ত করার দাবি জানান তিনি। উল্লেখিত রাস্তাটির বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জনগুরুত্ব বিবেচনা করে পরিদর্শন সাপেক্ষে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে।
Leave a Reply