মুখ খুলেছেন শাকিব :
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বুবলির বিবাহ বিচ্ছেদ হয়েছে নাকি দুজনের মধ্যে চলছে কোনো মান অভিমান এসব বিষয়ে বহুবার মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছেন শাকিব খান। বরাবরই তিনি তা এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এ প্রশ্নের একটি জবাব দিয়েছেন ঢালিউড কিং। কি ছিলো সেই জবাব নিচের প্রতিবেদনে জানবো তার আদ্যোপান্ত।
শাকিব বুবলির সম্পর্ক, বিয়ে, সন্তান ও বিচ্ছেদ :
ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় চিত্রনায়ক শাকিব খানের দুটো সম্পর্ক, বিয়ে, সন্তান, তারপর বিচ্ছেদ প্রায় যেন একই দৃশ্যপটে সাজানো। অপু বিশ্বাসের সাথে একের পর এক সিনেমায় অভিনয়, গোপনে প্রেম, বিয়ে, মিডিয়ার কাছে অস্বীকার, সন্তান জন্মের পর গোপন রাখা, এক পর্যায়ে বাচ্চাসহ লাইভে এসে সম্পর্কের বিস্তারিত বর্ণনা, তারপর বিচ্ছেদ। চিত্রনায়িকা বুবলির সাথেও একের পর এক সিনেমায় অভিনয়, গোপনে প্রেম, বিয়ে, মিডিয়ার কাছে অস্বীকার, সন্তান জন্মের পর গোপন রাখা একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের ছবিসহ সম্পর্কের আদ্যোপান্ত বর্ণনা দেওয়া, তারপর বিচ্ছেদ। দুটি ঘটনার চিত্রনাট্যই প্রায় একই রকম। তবে অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে কিছুটা পার্থক্য তৈরি হয়েছে বিচ্ছেদের জায়গায় এসে। অপু বিশ্বাসকে একরকম বলে কয়ে এবং আইনিভাবেই তালাক দিয়ে দেন চিত্রনায়ক শাকিব খান। কারণ তার অমতে মিডিয়ার সামনে সমস্ত কিছু ফাঁস করে দেওয়াটা পছন্দ করেননি স্বামী শাকিব। তবে বুবলির সাথে বিচ্ছেদের বিষয়টি কীভাবে হয়েছে , কবে হয়েছে, আইনি ভাবে হয়েছে কি না, তার বিস্তারিত প্রকাশ করেননি শাকিব কিংবা বুবলি কেউই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বুবলির সাথে বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন শাকিব খান। তবে এক্ষেত্রেও শাকিব দিয়েছেন কৌশলী উত্তর। তিনি বলেছেন ‘মানুষ কী দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। শাকিব খান আরো বলেন ৯ মাস আগে বুবলী যুক্তরাষ্ট্র থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে? এসময় অনেকটা আক্ষেপ নিয়েই শাকিব বললেন সন্তানের কথা ভেবে অনেক কথাই বলা যায় না। কারণ আমি চাই না সন্তানের খারাপ কিছু হোক। কথায় কথায় আসে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের প্রসঙ্গও। সন্তানদের কথা আসতেই আবেগপ্রবণ হয়ে যান বাবা শাকিব। বল্লেন আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।
ভুল বুঝতে পেরেছেন শাকিব :
জীবনের এ পর্যায়ে এসে শাকিব খানের মধ্যে কিছুটা অনুশোচনা লক্ষ করা গেছে তার কথায়। শাকিব বললেন নিজের ফেলে আসা জীবনের হিসাব-নিকাশ করতে গিয়ে দেখলাম, না বুঝে অনেক ভুল করে ফেলেছি। বেশিরভাগ ভুল করেছি ভুল মানুষের সঙ্গে মিশে।’‘মনে হচ্ছে, সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন। তবে আর এমন ভুলের সাথে জড়াতে চান না শাকিব। তিনি বলেন, জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন – সৃষ্টিকর্তা আমাকে এমন উচ্চাসনে উপবিষ্ট করেছেন, আমার দর্শক-ভক্তরা আমাকে আকাশসমান ভালোবাসা দেওয়ার পরও কেন আমি ভুল পথে চলে আজ আমার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। এটিই এখন আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা।’
শাকিব বুবলির বিচ্ছেদ নিয়ে কৌতুহল থেকেই গেলো :
শাকিব খানের কথার স্পষ্ট মানে দাঁড়ায় যে শাকিব বুবলির মধ্যে এখন আর কোনো ধরনের সম্পর্ক অবশিষ্ট নেই। তবে আইনিভাবে কবে কোথায় ডিভোর্স হয়েছে, সে বিষয়টি যেহেতু তিনি স্পষ্ট করেননি সেহেতু এখনও দর্শক শ্রোতার মনে কিছুটা কৌতুহল থাকাটা অস্বাভাবিক নয়।
Leave a Reply