“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সরিষাবাড়ী থানা থেকে শিমলা বাজার, বাসস্ট্যান্ড হয়ে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর। এতে প্রধান অতিথী হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, আরামনগর বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছরোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার,সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মীসহ নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply