মাসুদ হাওলাদার :
কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এই শ্লোগান কে সামনে রেখে ব্যাপক উৎসাহ, উদ্দিপনার মধ্য দিয়ে সদরপুরে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২২। ২৯ অক্টোবর শনিবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা দরবার হলে সকাল ১০ টায় সদরপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঠ্য এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাব ইন্সপেক্টর কৃষ্ণ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এবং ওসি তদন্ত আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি পুলিশিং ডে সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং সদরপুরের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফফার, সাধারন সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, সাংবাদিক শিমুল তালুকদার, মাসুদ হাওলাদার, সাব্বির হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাজী শফিকুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন । আমাদের দেশে পুলিশী কর্মকাণ্ডে জনগণের অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” মাসুদ হাওলাদার ফরিদপুর থেকে।
Leave a Reply