নিজস্ব প্রতিবেদক :
টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে নাটকীয়ভাবে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ। সেইসাথে জিইয়ে রেখেছে সেমিফাইনালের আশাটাও। বাংলাদেশ ক্রিকেট দলের এমন অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। রোববার (৩০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় রওশন এরশাদ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও শুভেচ্ছা জানান। বিরোধী দলীয় নেতা বলেন, টাইগার ক্রিকেটাররা এখন বিশ্বের যেকোনো দলের বিপক্ষে জয়ী হওয়ার ক্ষমতা রাখে। সেই ধারায় পরবর্তী ম্যাচগুলোতেও দেশের দামাল ছেলেরা জয় ছিনিয়ে আনবে বলে বিশ্বাস করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
Leave a Reply