জামালপুর জেলার সরিষাবাড়ীতে মৃত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৩ শ ১৮ জন মৃত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এসব ডিজিটাল সনদ বিতরণ কর হয়।
অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপমা ফারিসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সমাজকল্যাণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ উপস্থিত থেকে সনদ বিতরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply