জামালপুর জেলার সরিষাবাড়ীতে ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক আশরাফুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তিনি তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড.হারুন-অর রশিদ সম্পর্কে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে ২৭ অক্টোবর বিকেলে উপজেলার আরামনগর বাজার এলাকায় আব্দুর রশিদের অনুসারী সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আলামীন হোসেন শিবলুর নির্দেশে সন্ত্রাসী রুমান ও মারুফ সহ ১৫/২০ জন যুবক তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। ঐ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন আশরাফুল। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন বলেও জানান আশরাফুল ইসলাম।
এ সময় তিনি হামলার মদদদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply