আরিফুল ইসলাম আরিফ – কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পোদ্দার মার্কেটে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,আশি ও নব্বই দশকের সাবেক সফল নেতা ও আওয়ামী লীগের অন্যতম সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান লুলু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন,যুবলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত, সাবেক ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতাসহ দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম বকসি।
Leave a Reply