ইসলামের ঐতিহ্যমন্ডিত দেশ সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে খ্রিষ্টানদের হ্যালোইন উৎসব পালনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সংগ্রাম পরিষদের মহাসচিব মাওলানা আনোয়ার হোসাইন।
বুধবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সউদী আরবে বেশ ধুমধাম করেই খ্রিষ্টানদের হ্যালোইন উৎসব পালন করাটা বিশ্বের মুসলিম উম্মাহকে ব্যাথিত ও মর্মাহত করেছে। উৎসবে অংশগ্রহণকারীদের অনেককেই বিচিত্র সব সাজে দেখা গেছে। উৎসবে আগতরা সউদী ও স্থানীয় বাসিন্দাদের ডিজাইন করা কস্টিউম পরেছেন। অনেকে পরিবার নিয়ে যোগ দিয়েছেন এ উৎসবে। এর মূল উদ্দেশ্য ছিল মজা, রোমাঞ্চ এবং যৌন উত্তেজনাকর পরিবেশ তৈরি করা। যা ইসলামে সম্পূর্ণ হারাম।
তিনি বলেন, ইসলামের বিধি-বিধানের ক্ষেত্রে অনেকেই সৌদি আরবকে অনুসরণ করে থাকেন। ইসলামবিদ্বেষী হ্যালোইন উৎসব পালনের পেছনে সাধারণ মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর কোনো পরিকল্পনাও থাকতে পারে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ উৎসবে ছিল আতশবাজির আয়োজন। যা ইসলামে গ্রহণযোগ্য নয়। হ্যালোইনের থিম হলো ‘হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখমুখি হওয়া’। এভাবেই ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে মানুষকে আল্লাহবিমুখ করে গড়ে তোলার চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, ইসলামের ঐতিহ্যমন্ডিত সৌদি আরবকে এধরনের ইসলামবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply