জামালপুর জেলার সরিষাবাড়ীতে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস২০২২। শুক্রবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফা্রিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ। আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন প্রমুখ। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply