বিশেষ প্রতিবেদক :
রাজধানীতে ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশনের আয়োজনে বিদ্রোহী কবিতার শতবর্ষের নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে কবি ইসমাইল হোসনে ইসমী রচিত প্রেম বিলাসী উপন্যাসের মোড়ক উন্মোচন, কবিতা, গান, নৃত্য ও পুথি পাঠের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক ড. লীনা তাপসী খান। উদ্বোধক হিসেবে ছিলেন লেখক ও সাহিত্যিক প্রাকৃতজ শামিম রুমিন টিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। বিশিষ্ট শিক্ষাবীদ ও নজরুল গবেষক প্রফেস ড. শহিদ মঞ্জুর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রাজনৈতিক স্পেশাল ব্রাঞ্চ এ জেড এম নাফিউল ইসলাম, ভূতত্ত্ব, খনিজ বিদ্যা ও জরিপ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ড. মোঃ বজলার রশিদ, বিশিষ্ট বাচিক শিল্পী ও নজরুল গবেষক রেজাউল হোসাইন টিটু মুন্সি, জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি হাসিনা মমতাজ হাসিসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশনের সদস্য সচিব কবি ইসমাইল হোসেন ইসমী। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। সেইসাথে কবি ইসমাইল হোসেন ইসমী রচিত প্রেম বিলাসী উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply