আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে পিংনা শহিদ নগর মোড়ে পিংনা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নির্বাচনী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বীর শহীদদের স্বরণে শহীদনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবকলীগ পিংনা ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম বাবু, বঙ্গবন্ধু পরিষদ পিংনা ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানা প্রমুখ । এছাড়া মতবিনিময় সভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কবি কামাল হোসেন মুসা। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান হেলাল জানান তিনি বীর মুক্তিযোদ্ধার উত্তরসূরী এবং তার রক্তে মিশে আছে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ। তাই তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে মন্তব্য করেন। এসময় তিনি সবার সার্বিক সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন। উপস্থিত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে ।
Leave a Reply