জেলহত্যা দিবস উপলক্ষে স্লোগান-৭১ এর আয়োজনে রাজধানীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সেল,বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ এম আমজাদ আলী। স্লোগান একাত্তরের সভাপতি মোঃ নাজিম উদ্দীন হাসানের সভাপতিত্ত্বে এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক হাসানুজ্জামান লিটন, বাংলাদেশ ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ভূঁইয়া মোঃ ফয়েজুল্লাহ মানিক।
Leave a Reply