জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত টি.সি.বি’র পণ্য বিতরণের অনিয়ম,স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ইউপি সদস্যগণ। উক্ত ইউনিয়নের পরিষদের জন্য বরাদ্দ ২ হাজার, ৪’শত ৪৩টি কার্ড । তিনি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে ন্যায্য বন্টন না করে তাদেরকে নামমাত্র কার্ড দিয়ে নিজের দখলে রাখার অভিযোগ তুলেছেন সংরক্ষিত মহিলা সদস্য ও মেম্বারগন। সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাটে মেসার্স মিশু ট্রেডার্স ও মের্সাস হিমেল এন্টারপ্রাইজ এর মাধ্যমে অক্টোবর মাসের টিসিবি’র উপকারভোগীদের মাধ্যমে পন্য বিতরন কালে উপজেলা টিসিবি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা উপস্থিত হলে তার নিকট এ সব অভিযোগ করেন মেম্বারগন।
জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন টি সি বি পণ্য বিতরনে তালিকায় কোন কোন উপকার ভোগীর মোবাইল নম্বর ব্যাবহার করেন নাই। তার ইচ্ছেমত পছন্দের ব্যাক্তিদের এবং স্বজনপ্রিতীর মাধ্যমে তার অনুসারীদের দিয়ে উপকারভোগীর তালিকা অর্ন্তভুক্তি করেছেন। এ ছাড়াও তালিকায় উপকার ভোগীর নাম না থাকলেও পন্য উত্তোলনে কে কার পণ্য তুলছে তা বোঝার উপায় নেই। এ নিয়ে তালিকায় লিপিবদ্ধ ব্যাক্তি উপকারভোগী হিসেবে পন্য পাচ্ছেন না। এ নিয়ে পণ্য বঞ্চিত পরিবার ও ইউপি সদস্য ৯নং ওয়ার্ডের আনিছ, ৮ নং ওয়ার্ডের হোসাইন,৭নং ওয়ার্ডের রবিউল ইসলাম, / ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জেসমীন তাদের প্রাপ্প্যতা নিয়ে বৈষ্যমামুলক বন্টন হওয়ায় চাপা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে মেম্বার গনের অভিযোগ , উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা মনোযোগ দিয়ে শুনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মিয়া ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন কে মেম্বারদের সাথে সমঝোতা করে কার্ড বিতরণ করার তাগিদ প্রদান করেন।
এখানে উল্লেখ্য যে, তালিকা দৃষ্টিতে ৬ নং ওয়ার্ড জন্য বরাদ্দ কৃত কার্ড সংখ্যা ২শত ৯১টি, মেম্বারকে দেওয়া হয়েছে ৫৫টি কার্ড। ৭ নং ওয়ার্ডে বরাদ্দকৃত কার্ড সংখ্যা ১শত ৯৯ মেম্বারকে দেওয়া হয়েছে ৪৮ টি ৯ নং ওয়ার্ডের মোট কাঠ সংখ্যা ৫৯ টি মেম্বারকে দেওয়া হয়েছে মাত্র ৩০টি ও ৮ নং ওয়ার্ডে মোট কার্ড সংখ্যা ১শত ৪৭ টি মেম্বারকে দেওয়া হয়েছে ৫১টি । অতিরিক্ত কার্ড মেম্বারদের না দিয়ে সচিবের যোগসাজশে চেয়ারম্যান অনিয়ম করে আসছেন বলে মেম্বারগন জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
Leave a Reply