নৌ বাহিনীতে সৈনিক পদে চাকরি হয়েছিল হাছান নামের এক টগবগে তরুণের। আসছে ২৭ ডিসেম্বরেই প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেলো হাছানের পরিবারের। প্রশিক্ষণে যাওয়ার আগে নানার বাড়ীতে বেড়াতে এসে নানার সাথে সাঁতার শিখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাছান । সোমবার দুপুরে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে। জানা গেছে স্থানীয় ফুলদহের পাড়া রেলওয়ের বড় একটি পুকুরে নানা আবু হানিফার সাথে সাঁতার শিখতে যান হাসান। সাঁতার শেখার এক পর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় হাসান। যতক্ষণে তাকে উদ্ধার করা হলো ততক্ষণে তিনি চলে গেছেন না ফেরার দেশে। নিহত হাছান মিয়ার নানা আবু হানিফা জানান, হাছান কয়েক দিন আগে নৌ বাহিনীতে সৈনিক পদে নিয়োগ পায়। নিয়োগের পর থেকেই কয়েক দিন ধরেই সাঁতার শিখছিল তার সাথে। সোমবার দুপুরে প্রতিদিনের মতো সাঁতার শেখার একপর্যায়ে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর হাছানকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। শোকাহাত হাছানের বাবা শফিকুল ইসলাম বলেন আমার ছেলের নৌ বাহিনীতে চাকরি হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর প্রশিক্ষণে যাওয়ার আগে কয়েক দিন যাবত পুকুরে সাঁতার শিখছিল। কিন্তু.. তারপর আর বলতে পারেননি তিনি। জানতে চাইলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন জানান, সাঁতার শিখতে গিয়ে রেলওয়ের খাদে ডুবে এক যুবকের মৃত্য হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত হাছান মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। আকস্মিক এ দূর্ঘটনায় শোকে বিহবল হয়ে পড়েছে হাছানের পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
Leave a Reply