মোঃ আরিফুল ইসলাম :
‘শত সেতুর উদ্বোধন, সম্ভাবনার উন্মোচন’ এ স্লোগানে সারাদেশের ১০০ সেতুর সাথে খাগড়াছড়ির ৪২ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে নির্মিত দৃষ্টিনন্দন ৪২ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত সেতু উদ্বোধনকে ঐতিহাসিক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য। এ সেতুগুলো নির্মানের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে। সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য গর্বের। তিনি বলেন, আমরা জাতির জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আকাঙ্খা নিয়ে দেশকে স্বাধীন করেছেন আমরা সে স্বপ্ন পুরন করতে কাজ করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজেদের সঞ্চয় বাড়ানোর তাগিদ দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবন প্রান্তে সঞ্চালনা করেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। শত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রান্তে যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মো. নাইমুল হক ও খাগাড়ছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধূরী ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, এভং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ময়ুর নৃত্য পরিবেশন করে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শীল্পিরা। খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বেইলি ব্রিজের জায়গায় সুপ্রশ্বস্থ পাকা সেতু নির্মাণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাগড়াছড়িতে আমন্ত্রণ জানান এক জুমচাষী।পাহাড়ের আঁকাবাঁকা সড়কে মরনফাঁদ বেইলী ব্রিজের স্থলে আরসিসি ও পিসি গার্ড সেতু উদ্বোধনের মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এ জনপদের মানুষ। ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সাথে নিরাপদ সড়ক যোগাযোগের ক্ষেত্রে দ্বার উন্মোচন করবে এ সেতু। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পাহাড়ে নিরাপদ সড়ক যোগাযোগের প্রত্যাশায় তীর্থের কাকের মতো অপেক্ষার প্রহর গুনছিল পাহাড়ী জেলা খাগড়াছড়ি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ৪২ সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সেই অপেক্ষা।
Leave a Reply