মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর গ্রামে ৫০ টাকা চুরির দায়ে মো. জুবায়ের নামে ১৪ বছরের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মারধরের একদিন পর ওই কিশোরের মুত্যু হয়। নিহত জুবায়ের কালিকাপুর গ্রামের দক্ষিণ গাজী বাড়ির মো. এনামুল হক বাচ্চুর ছেলে। স্থানীয় সূত্রে ও নিহতের বাবা এনামুল হক বাচ্চু জানান, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের মুন্সি বাড়িতে রোববার সকাল ১০ টার দিকে টিউবওয়েল থেকে পানি পান করতে এসেছিল জুবায়ের। এসময় টিউবওয়েলে ঝুলে থাকা ওই বাড়ির আব্দুস সামাদের ছেলে মো. লিটনের সার্টের পকেট থেকে ৫০ টাকা চুরি করে জুবায়ের। বিষয়টি টের পেয়ে লিটন জুবায়েরকে আটক করে। পরে তাঁর বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে দড়ি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। ঘটনা শুনে জুবায়েরের মা ঘটনাস্থলে এসে জুবায়েরকে ছেড়ে দিতে অনুরোধ করে। পরে শিশু জুবায়েরকে ছেড়ে দিলে জুবায়ের বাড়িতে না এসে পার্শ্ববর্তী উপজেলা কচুয়ার তুলপাই গ্রামে নানার বাড়িতে চলে যায়। সোমবার ভোররাতে জুবায়ের বেশি অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জুবায়েরকে নির্যাতনকারী লিটনের বাড়ির সবাই পলাতক রয়েছেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যা নাকি অন্য কিছু এখনো নিশ্চিত নয়। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কবির মজুমদার- মতলব দক্ষিণ থেকে
Leave a Reply