চল যাই যুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে। স্বাধীনতার অঙ্গীকার, রুখতে হবে রাজাকার এই স্লোগান কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ নিখোঁজ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে অনুষ্ঠিত এ দীর্ঘ মানববন্ধনে নিখোঁজের পরিবার ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণ এদে অংশগ্রহণ করেন। প্রায় তিন হাজার মানুষের অংশগ্রহণে এক ঘণ্টা স্থায়ী এ মানববন্ধনটি এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। এসময় নিখোঁজ আব্দুল হান্নানের অসহায় মা আসমা বেগম তার নাড়ি ছেঁড়া ধনকে তার বুকে জীবিত ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানান।
মানববন্ধনে উপাধ্যক্ষ আব্দুল হান্নানের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নিখোঁজ হান্নানের মা বৃদ্ধা আসমা বেগম, ছোট ভাই এডভোকেট আহসানুউল্লাহ, অধ্যক্ষ শহিদুর রহমান, মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনিসহ আরো অনেকে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদ নিয়ে অধ্যক্ষর সাথে বিরোধ চলছিল। বিরোধ চলমান অবস্থায় ২০১৫ সালের ৭ ডিসেম্বর ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ শিক্ষকদের আবাসিক ভবন থেকে বের হয়ে আব্দুল হান্নান নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন তার স্ত্রী আফরোজা সুলতানা শেরেবাংলা নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রায় সাত বছর অতিবাহিত হলেও হান্নানের সন্ধ্যান পায়নি পুলিশ ও তার পরিবার। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply