বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার কমিউনিটির উপর মৌসুমী বন্যার প্রভাব কমাতে, জরুরী প্রস্তুতি; সাড়াদান ও পুনরুদ্ধার প্রক্রিয়ার কার্যকারিতা উন্নত করতে এবং বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি লাঘৰ করতে “স্কেলিং আপ ফ্লাড ফোরকাস্ট-বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল ২ প্রকল্প জামালপুর জেলায় একটি অবহতিকরণ সভার অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সোমবার সকাল ১১ টায় সরিষাবাড়ি উপজেলায পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকতা উপমা ফারিসার সভাপতিত্বে বন্যা বিপদসীমা সম্পর্কিত উপজেলা পর্যায়ে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্ৰ দে সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরিফুজ্জআমান ভুইয়া নির্বাহী প্রকৌশলী এফএফডাবুসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্ম উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্য, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ। সভার প্রধান অতিথি নিতাই চন্দ্র দে সরকার বলেন, “শুধুমাত্র আগাম পূর্বাভাস তৈরি করলেই তা কার্যকর হবেনা, এই পূর্বাভাস প্রচারেও কাজ করতে হবে: এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের বিশেষ প্রয়োজন।- আগাম কার্যক্রম গ্রহণে লিঙ্গ অন্তর্ভুক্তিকরণের উপর জেলা প্রশাসক বিশেষ গুরুত্বারোপ করেন। ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন (ইকো) এর অর্থায়নে এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা অ্যান্ড এশিয়া (রাইমস)- এর কারিগরী সহায়তায় “স্কেলিং-আপ ফ্লাড ফোরকাস্ট বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল ২ কেয়ার বাংলাদেশের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম প্রকল্প যা ইএসডিও এর মাধ্যমে জামালপুর জেলার মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় আগামী ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে।
Leave a Reply