সেনবাগ প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগে ব্রিজের কাজের জন্য মাটি খোদাই করতে গিয়ে পাওয়া গেলো ২০বছর আগের কবরস্থ কাফনের কাপড়সহ অক্ষত একটি লাশ। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ০৬ নং কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের সুফি সাহেব হুজুর মাজার সংলগ্ন এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ২০ বছরের পুরোনো অক্ষত লাশের ঘটনাটি অলোকিক ঘটনা বলে দাবী করছেন স্থানীয়রা। কাবিলপুর গ্রামের বৃদ্ধ লোকমান মিয়া লাশটি কাবিলপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুফি সাহেবের ভাতিজা সফি উল্লাহর বলে দাবি করেন। তিনি জানান সফিউল্লাহ চট্টগ্রামের আমিন জুটমিলে চাকরি করতেন। ২০০২ সালে ৬৫ বছর বয়সে তিনি মারা যান। সফিউল্লাহ ৫ ওয়াক্ত নামাজি ও অত্যন্ত সৎ ব্যাক্তি ছিলেন বলেও জানান তিনি। সফি উল্লাহর ছেলে মহিন উদ্দিনও তার পিতা একজন স্বৎ ও ইমানদার ব্যাক্তি ছিলেন বলে জানান। তবে পার্শ্ববর্তী বাড়ির আশ্রারফ হোসেন পলাশ এ লাশটি তার ছোট চাচার বলে দাবি করেছেন। তার চাচা ইসমাইল সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার লাশটি ওই কবরে দাফন করা হয় বলে জানান তিনি। তবে এলাকার অধিকাংশ মানুষ লাশটি সফি উল্লার বলে নিশ্চিত করেন। ২০ বছর আগের অক্ষত লাশ দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন শত শত মানুষ। তারা এ ঘটনাটিকে অলৌকিক বলে দাবি করছেন। এদিকে লাশটি স্থানান্তর করা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়েছে জটিলতা। এক পক্ষ চাইছেন আগের জায়গাতেই পূর্নকবরস্থ করা হোক অন্য পক্ষ চাইছেন লাশটি স্থানান্তর করে অন্যত্র দাফন করা হোক। এমনকি এ নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটেছে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনাটি তিনি জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
Leave a Reply