“উদ্ভাবনী জয়োল্লাসে ,স্মার্ট বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বদরুল হাসান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার ১২ টি ষ্টলের মধ্য থেকে বিজয়ী ও অনান্যদের শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
Leave a Reply