ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবর আলী গাজী ওরফে আকবর আর বেঁচে নেই। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে যিনি দেশজুড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই আকবরেরই প্রাণ পাখি উড়ে গেছে রোববার বিকেল ৩টার দিকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী কানিজ ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া শিল্পী আকবরের ফেসবুক পেইজে ‘আব্বু আর নেই লিখে’ পোস্ট করেন তার মেয়ে অথৈ। জানা গেছে ডায়াবেটিস, জন্ডিস, কিডনির সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা অনেকদিন ধরেই মানবেতর জীবন কাটাচ্ছিলেন গায়ক আকবর। কয়েকমাস থেকে তিনি ছিলেন পুরোপুরি বিছানায়। দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিলো তার। শরীরে পানি জমে নষ্ট হয়ে যাওয়া ডান পা টিও কেটে ফেলা হয়েছিলো অপারেশনের মাধ্যমে। এর আগেও কিডনি রোগে আক্রান্ত হলে দেশে ও দেশের বাইরে চিকিৎসা করা হয়েছিলো তার। সেসময় অনেকেই তার চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার চিকিৎসায় ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। কিন্তু কোনো চিকিৎসাই কাজে আসছিলো না তার। অবশেষে পরিবার ও অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আকবর।
Leave a Reply