চাঁদপুরের হাজীগঞ্জে এক ইউনিউন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর শনিবার মধ্যরাতে হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
এসময় কার্যালয়ের তালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ভিতরে থাকা যাবতীয় সরঞ্জাম তছনছ করে ফেলে। স্টিলের আলমারীর প্রতিটি তাক ও ড্রয়ের খুলে এতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি এবং নষ্ট করে । সেইসাথে কার্যালয় থেকে ট্রেডলাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ নামা ও মোবাইল ব্যাংকিং খাতে সংগ্রহ করা নগদ ৬৫ হাজার টাকা ও ১টি ল্যাপটপ নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। তদন্তের পর প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা।
Leave a Reply