“আগামীতে নিজেকে সুরক্ষায় , ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২২ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হতে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ রাজবংশীর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে হাসপাতালের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ন সম্পাদক তৌকির রহমান হাসু ও অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডায়াবেটিস সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নন কমিনিকেবল বিজিসি কর্ণারে ডায়াবেটিস আক্রান্তদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply