জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার ভোরে (পিংনা )গোপালগঞ্জ হাট এলাকায় অগ্নিকাণ্ডে ১শত ৫০মণ পাটসহ দুইটি গুদাম পুড়ে ছাই হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাট এলাকায় পাট ব্যবসায়ী শফিকুল ইসলামের পাট গুদাম থেকে ভোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে পাশের পাট গুদামে আগুণ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে দুই ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী শফিকুল ইসলাম, কালু মন্ডল ও ফারুক হোসেনের ১৫০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান অগ্নিকাণ্ডে তার দেড় লাখ টাকার পাট আগুনে পুড়ে গেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে দুটি গুদামের ১৫০ মণ পাট পুড়ে গেছে। দুই ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply