দূর্ঘটনা দূ্র্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ি । এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেছে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সরিষাবাড়ী সিনিয়র ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোবীর, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল। সকালে ফায়ার সার্ভিস স্টেশনে এ সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর, ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ভিডিপি প্রশিক্ষক রাজু রায়হান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এসময় নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেবার মানসিকতা নিয়ে জীবনকে উৎসর্গ করার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
Leave a Reply