জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দু্ই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নাইমা আক্তার, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১২টি স্টলে স্কুল, কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী
Leave a Reply