দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর বাজারে অস্থিরতার মধ্যেই দেশে আরেক দফা বাড়লো সয়াবিন তেল এবং চিনির দাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি এক লিটার সয়াবিন তেলের জন্য ক্রেতাকে গুণতে হবে ১৯০টাকা। যা পূর্বে ছিলো ১৭৮ টাকা। তার মানে প্রতি লিটারে নতুন করে বাড়ানো হলো ১২ টাকা। সে হিসেবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৫০ টাকা হলেও এখানে সমন্বয় করে দাম নির্ধারণ করা হয়েছে ৯২৫ টাকা যা এতদিন ছিল ৮৮০ টাকা। খোলা সয়াবিনের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে লিটারে ১৪ টাকা। ফলে এক লিটার খোলা সয়াবিন তেল এখন ১৫৮ টাকার পরিবর্তে ১৭২ টাকায় কিনতে হবে। অন্যদিকে প্যাকেটজাত এক কেজি চিনির মূল্য ১৩ টাকা বৃদ্ধি করে ১০৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যার আগের মূল্য ছিলো ৯৫ টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকেই এ নতুন মূল্য কার্যকর করার কথা উল্লেখ করেছে বাণিজ্য মণ্ত্রণালয়।
Leave a Reply