জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভাসহ ৮ টি ইউনিয়নের ২৪টি স্থানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি,র জম্ম দিন পালিত হয়েছে।১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর তিনি জম্ম গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ২৪টি স্পটে একযোগে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উৎসব মুখর পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করেন। জম্ম দিন উপলক্ষে কুরআন তিলাওয়াত, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া ও মোনাজাতসহ এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন ডাঃমুরাদ হাসান এমপির পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল । এসময় জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, রনি ভিপি, রফিকুল ইসলাম, সোহেল, পিংনা ইউনিয়নে যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, আওনা ইউনিয়নে দৌলতপুর ফাজিল মাদ্রাসার সভাপতি আঃ রহিম ফরহাদ, সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীগণ ডাঃ মুরাদ হাসান এমপির জন্মদিন পালন করেন। এছাড়া কামরাবাদ ইউনিয়ন ভাটারা, মহাদান,ডোয়াইল ও পোগলদিঘা ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক এই প্রতিমন্ত্রীর জম্মদিন পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে ।
Leave a Reply