চরহাজারীর ইসলামপুরে চৌধুরী স্পোর্টিং ক্লাবের নতুন রুমের উদ্বোধন
কামরুল হাসান রুবেল,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে চৌধুরী স্পোর্টিং ক্লাবের নতুন রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷শুক্রবার বাদ আছর ফিতা ও কেক কেটে ক্লাবটির নতুন রুমের উদ্বোধন করা হয়৷ক্লাবের সভাপতি নুরুল আমীন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরফুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও চরহাজারী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ শিকদার। এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আবদুল মালেক,আবুমাঝির হাট এ সাইদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিএসসি, আবদুর রসিদ জামে মসজিদের সভাপতি আবুল কাশেম লাদেন,ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী আইয়ুব আলী চৌধুরী। এতে বক্তব্য রাখেন চৌধুরী স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,সদস্য শেখ ফরিদ রুবেল সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, চৌধুরী স্পোর্টিং ক্লাব ৫ নভেম্বর ২০২১ সালে আমেরিকা প্রবাসী তরুন সমাজসেবক ফজলুল করিম চৌধুরী হাত ধরে প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠার শুরু থেকে ক্রীড়া সহ নানান সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রমে অংশ গ্রহণ করে আসছে৷৷ ক্লাবটির প্রতিষ্ঠা ফজলুল করিম চৌধুরী প্রতিবেদককে জানান চৌধুরী স্পোর্টিং ক্লাব শুধু ক্রীড়া বা ক্লাবেই সীমাবদ্ধ থাকবে না এটি এই অঞ্চলের গরিব ও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবে৷
Leave a Reply