জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ১৮ নভেম্বর) বিকালে শহরের জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান, জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন প্রমূখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।
মেহেদী হাসান
Leave a Reply