সদরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অপর ১ জন আহত হয়েছেন। ১৮ নভেম্বর শুক্রবার আনুমানিক বেলা আড়াইটায় ফরিদপুর, সদরপুরের মনিকোঠা বাজারের কাছে সদরপুর – চরভদ্রাসন সড়কে এই দূর্ঘ টনা ঘটে। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর ১ জন মারাত্মকভাবে আহত হন। দূর্ঘটনায় নিহতরা হলেন আকোটেরচর ইউনিয়নের সারেং ডাঙ্গির অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ ইউনুস বেপারির পুত্র তামিম (১৭) এবং একই ইউনিয়নের হানিফের ডাঙ্গি’র আব্দুল গাফফার বেপারির পুত্র রিমন বেপারি (১৮) । এদের মধ্যে তামিম এবার এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো। অপর দিকে হানিফের ডাঙ্গি’র লুৎফর রহমানের ছেলে আহত হিরা হাসানের (১৯) অবস্থাও বেশ সংকটাপন্ন। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সদরপুরের আকাশ। প্রত্যক্ষদর্শীদের দাবি অতিরিক্ত গতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মাসুদ হাওলাদার- (সদরপুর, ফরিদপুর)
Leave a Reply