জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনের ছাঁদ ঢালাই কাজ উদ্বোধন করার আগ মুহূর্তে চুড়ান্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন নির্মাণাধীন ভবনের কাজ চুড়ান্ত পরিদর্শন করেন।এসময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ন সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক আঃ রাজ্জাক, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম,সোহেল রানা, সদস্য সোহানুর রহমান সোহান,রাইসুল ইসলাম খোকন, ও রাজু আহমেদ উপস্থিত ছিলেন। গেলো বছরের ১৬ই জুন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উক্ত স্থানে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী এবং সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সহযোগিতায় ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় । সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানানআগামী সোমবার প্রেস ক্লাব ভবনের ছাঁদ ঢালাই সম্পন্ন হবে । ঠিকাদার ফারুক হাসানের প্রতিষ্ঠান মেসার্স হাসান কন্সট্রাকশনের ব্যবস্থাপনায় কাজটি সম্পন্ন করেন মোঃ সোহাগ হোসেন। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ দাতা সংস্থা , সরিষাবাড়ী উপজেলা প্রশাসন, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও নূরে আলম বাবু সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে ।
Leave a Reply