বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে নেমে শুরুতেই হুঁচট খেলো আর্জেন্টিনা। ফেভারিট দল হয়েও দূর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফলে টানা ৩৬ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে আনন্দে আকাশে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনলো সৌদি আরব। দুর্বল রক্ষণভাগ আর অফসাইডের মহড়ায় আরব দেশটির সামনে একরকম অসহায়ই দেখা গেছে সাবেক চাম্পিয়নদের । যদিও খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে মেসির করা গোলে এগিয়েই ছিলো আর্জেন্টিনা। কিন্তু তারপর থেকেই যেন খেলার মোড় ঘুড়িয়ে দেয় সৌদি। ৪৮ মিনিটে সালেহ আল–শেহরি সমতায় ফেরান সৌদিকে। আর ৫৩ মিনিটে সৌদির পক্ষে জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। তবে খেলার প্রথমার্ধে চারবার সৌদির জালে বল প্রবেশ করায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে পাওয়া গোলটি ছাড়া বাকি তিনটি গোলই বাদ হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। তবে এটি ঠিক ছন্দে থাকা আর্জেন্টিনার ছন্দময় খেলা আজ উপভোগ করতে পারেনি আর্জেন্টিনার ভক্তরা।
Leave a Reply