জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বর্তমান সময়ের টিভি নাটকের জগতে একটি অপরিহার্য নাম। নিত্য নতুন নাটকে নিত্য নতুন গেটআপে আফরান নিশোর অনবদ্য অভিনয় তাকে দেশের নাট্যাপ্রেমিদের কাছে মহা তারকায় পরিণত করেছে। ২০০৩ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা নিশো এখন নাটকের প্রিয় মুখ। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ঘর ছাড়া নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যভুবনে যাত্রা শুরু তার। তারপর থেকে অনবরত কাজ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এই তারকা। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় এক হাজার নাটক টেলিফিল্মে কাজ করেছেন এই অভিনেতা। রোমান্টিক, চটুল, গুরুগম্ভীর যে কোনো চরিত্রেই সহজে মানিয়ে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আফরান নিশোর। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করা আফরান নিশোর অসংখ্য ভক্ত চাইছিলেন তাদের প্রিয় তারকা এবার সিনেমার নায়ক হয়ে আসুক। এবার সেই ভক্তদের মনের আশা পূরণ করতে চলেছেন আফরান নিশো। সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতেই নিজের প্রথম সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন নিশো। এ জন্য কয়েক মাস ধরে নিজেকে তৈরিও করছেন তিনি। কমিয়ে দিয়েছেন নাটকের কাজ। জানা গেছে তার প্রথম ছবিটি নির্মাণ করছেন সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন পরিচালক রায়হান রাফি। সিনেমার নাম সুড়ঙ্গ। এরই মধ্যে কোআর্টিস্টসহ সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আফরান নিশোরা প্রথম সিনেমা সুড়ঙ্গতে নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে দর্শকদের দুশ্চিন্তা থাকতে দেননি পরিচালক রায়হান রাফি। তিনি জানিয়েছেন আফরান নিশোর নায়িকা হিসেবে এ ছবিতে থাকছে মেধাবী চিত্রনায়িকা তমা মির্জা। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে ১২ ডিসেম্বর। আর নতুন বছরের শুরুতেই শুরু হবে এ সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতেই মুক্তি পাবে জনপ্রিয় নাট্যাভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। আফরান নিশোর প্রতি এইচ আর রাসেল.কমের পক্ষ থেকে রইলো শুভ কামনা।
Leave a Reply