হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে টোরাগড় ফুটবল প্রিমিয়ার লীগ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করেন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহচান উল্যাহ্ মৃধা, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী মনির হোসেন মিঠু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মজুমদার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম। হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান তালুকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মোখলেছুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠণে এ লীগের আয়োজন করে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগার। উদ্বোধনী দিনে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলায় ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিজয়ী হয় ব্রাজিল দল।
জেএইচ টিপু – বিশেষ প্রতিনিধি
Leave a Reply