এইচআররাসেল.কম ডেস্ক :
আসছে ১০ ডিসেম্বর বিএনপির ডাকা ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। সারাদেশ থেকে আসা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছেন নয়াপল্টন এলাকা। মূলত ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে গেলো কয়েকদিন ধরেই ঢাকায় আসতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। তার ধারাবাহিকতা দেখা গেছে মঙ্গলবারও (৬ ডিসেম্বর) । যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টন এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যেন কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের কাল থেকেই (বুধবার) সতর্ক পাহারায় থাকতে নির্দেশ দিয়েছেন আওয়ামীলীগের সাধারণদ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কাল থেকেই পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা ও উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকবেন। মানুষকে বাঁচাতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এদের বিশ্বাস নেই।
Leave a Reply