বৃহস্পতিবার রাত তিনটার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশারে ডিবি পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে নিয়ে যাওয়া হয়। প্রায় একই সময়ে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। মির্জা ফখরুলকে গ্রেফতারের ব্যাপারে তার স্ত্রী রাহাত আরা বেগম জানান কাল পরশুর মধ্যেন নাকি তার (মির্জা ফখরুল) বিরুদ্ধে দুই তিনটা মামলা হয়েছে। তারা শুধু বলেছেন উপরের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়ার সময় রাস্তার লাইট বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি। মির্জা আব্বাসকে তুলে নেওয়ার বিষয়ে তার স্ত্রী আফরোজা আব্বাস জানালেন রাতে ডিবি কর্মকর্তারা এসে বললেন ওনাকে নিয়ে যাবেন। তার সঙ্গে কথা আছে। তারা বললেন কথা বলে তাকে আবার দিয়ে যাবেন। আফরোজা আব্বাস তাদেরকে এখানেই কথা বলার অনুরোধ করলে ডিবি কর্মকর্তারা ওনার সঙ্গে অফিসেই কথা বলতে হবে বলে জানান। এদিকে বিএনপির এই উচ্চ পর্যায়ের দুই নেতাকে আটকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্যই তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। এদিকে চলমান রাজনীতির এমন পরিস্থিতিতে ভবিষ্যত করণীয় কী হবে তা ঠিক করতে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।
Leave a Reply