বাহরাইন প্রতিনিধি :
বাহরাইনে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এ টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার সালমাবাদের গালফ এয়ার ক্লাব মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন তুবলী শাখা ও বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন মানামা শাখা। বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর সভাপতি নাজির আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইনুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজ উদ্দিন সিকান্দার, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন সহ সভাপতি হুমায়ূন কবির। খেলায় তুবলী শাখাকে ৭ উইকেটে হারিয়ে জয় লাভ করে মানামা শাখা । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আল আমিন।
Leave a Reply