আজ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচাম্পিয়ন আর্জেন্টিনা এবং গতবারের ফাইনালিস্ট এবারের অপ্রতিরোধ্য ক্রোয়েশিয়া। চলমান বিশ্বকাপে দুই দলই ছুটছে দূরন্ত গতিতে । প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল দল সৌদির কাছে হেরে গেলেও পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়েছে মেসির দল। আজকের ম্যাচে নির্ধারিত সময়ে যদি কেউ গোল করতে না পারে অথবা ড্র হয় তাহলে নিশ্চিতভাবেই খেলা গড়াবে টাইব্রেকারে। প্রশ্ন হচেছ টাইব্রেকারে গেলে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে? এ প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা কিছু খতিয়ান তুলে ধরেছেন। এখন পর্যন্ত বিশ্বকাপের নক আউট পর্বে মোট ৬ বার বিভিন্ন দলের সাথে ট্রাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। এর মধ্যে ৫বারই জিতেছে মেসির দল আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত মোট চারবার টাইব্রেকার পেয়েছে ক্রোয়েশিয়া। এর মধ্যে চারবারই শেষ হাসি হেসেছে ক্রোয়েশিয়া। অর্থাৎ কোনো টাইব্রেকারেই হারেনি ক্রোয়াটরা। সেদিক থেকে হিসেব করলে কিছুটা এগিয়ে আছে ক্রোয়েশিয়া। কিন্তু তারপরও বিশেষজ্ঞরা আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচ টাইব্রেকারে গেলে আর্জেন্টিনারই জয়ের সম্ভাবনা দেখছেন। তবে খেলায় জয়ের সম্ভাবনা উভয় দলের জন্য ফিফটি ফিফটি বলেছেন ফুটবল বোদ্ধারা। বাকিটা জানা যাবে আজ রাতেই।
Leave a Reply