১৮ ডিসেম্বর রোববার রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বিশ্বের কোটি কোটি ফুটবল পাগল অপেক্ষায় রয়েছেন সেই হাইভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। সবার মনে কেবল একটাই প্রশ্ন । কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ মেসি নাকি হুগো লরিস? চলুন অতীতের কিছু পরিসংখ্যান ঘেটে দেখি কোন দল এগিয়ে আছে চাম্পিয়ন হওয়ার দৌড়ে। ফ্রান্স কিংবা আর্জন্টিনা আপনি যে দলের সাপোর্টারই হন না কেন পরিসংখ্যান এবং ইতিহাস পর্যালোচনাকে গুরুত্ব দিলে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে হয়। কারণ ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত ফ্রান্স এবং আর্জেনটিনা মুখোমুখি হয়েছে মোট ১২বার। এগুলোর মধ্যে ৮টি ম্যাচ ছিলো আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ, ৩টি ছিলো ফিফা বিশ্বকাপ এবং ১টি ইন্ডিপেনডেন্স ম্যাচ। আর এই বারো বারের দেখায় ৬বারেই জয়লাভ করেছে আর্জেন্টিনা । ফ্রান্স জয়লাভ করেছে তিনটিতে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। । শুধু তাই নয় বিশ্বকাপে যে তিনবার ফ্রান্সের মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা সেখানেও দুইবার জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা আর একবার ফ্রান্স। তবে এ পরিসংখ্যানে আর্জেন্টিনা ভক্তরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলেও একটা অস্বস্তির জায়গাও আছে। আর সেটি হলো সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিলো আর্জেন্টিনা। তাছাড়া এবার বিশ্বকাপে পুরো ছন্দে রয়েছে ফ্রান্স। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি তাদের সামনে। তাই একটা বাড়তি উত্তেজনা কাজ করছে ফ্রান্স দলে । যেটি তাদের জয়ের ক্ষেত্রে প্রেরণা হয়ে কাজ করবে। অন্যদিকে বর্তমান সময়ের ফুটবল বিস্ময় আর্জেন্টাইন তারকা মেসি আছেন দারুণ ছন্দে। নিজে গোল করছেন করাচ্ছেন সতীর্থদের দিয়েও। ম্যারাডোনার পর মেসির হাতে শিরোপা দেখতে উদগ্রীব হয়ে আছেন আর্জেন্টিনাসহ বিশ্বের অগণিত আর্জেন্টিনা ভক্ত। তবে রোববারের ফাইনালে জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। বাকিটা জানতে অপেক্ষা শুধু রোববার রাতের।
Leave a Reply