সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল আলোচিত সমালোচিত তারকা হিরো আলম আবারো নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের কারণে শূণ্য হওয়া বগুড়া-৪ আসনে তিনি প্রার্থী হতে যাচ্ছেন।
আলোচিত সমালোচিত হিরো আলম :
আশরাফুল আলম ওরফে হিরু আলম। এক নামেই যার দেশব্যাপী পরিচিতি। শুধু দেশ বললে ভুল হবে বিশ্বজুড়েই তার পরিচিতি রয়েছে। কারণ তাকে নিয়ে নিউজ হয়েছে বিশ্বের নামকরা বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। তার ভক্ত রয়েছে পাশের দেশ ভারত, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে। প্রায় সারা বছরই মিডিয়ার শিরোনামে থাকেন তিনি। এর কারণ হলো তিনি সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন। কখনো গায়ক হিসেবে, কখনো নায়ক হিসেবে, কখনো নাটকের অভিনেতা, কখনো স্বরচিত কবিতার আবৃত্তিকার, কখনোবা আবার মিউজিক ভিডিওর মডেল হয়ে নিজের উপস্থিতি জানান দেন তিনি। সেক্ষেত্রে কাজটি মানসম্পন্ন হলো কি হলো না, দর্শক শ্রোতারা পছন্দ করছেন কি করছেন না এসব নিয়ে ভাবার সময় যেন তার নেই। বলা যায় এসবকে তিনি কখনো পাত্তাই দেননি। যখন যা মনে চেয়েছে সেটিই করেছেন তিনি। তার আপলোড করা কনটেন্ট-এর রিঅ্যাকশনে দর্শক শ্রোতাদের নেতিবাচক কমেন্টসও খুব একটা গায়ে মাখেন না তিনি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে চর্চিত ব্যক্তি হয়ে উঠেছেন হিরো আলম।
মানবিক হিরো আলম :
হিরো আলম যে শুধু সবক্ষেত্রে সমালোচনারই শিকার হয়েছেন এমনটি কিন্তু নয়। বন্যার্তদের জন্য নিজ উদ্যোগে ত্রাণ নিয়ে যাওয়া, শীতার্তদের গায়ে নিজের হাতে শীতবস্ত্র পরিয়ে দেওয়া, গরীব দুঃখী ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসাসহ বিভিন্ন মানবিক কাজের জন্য অসংখ্য মানুষের প্রশংসাও কুড়িয়েছেন হিরো আলম।
এমপি প্রার্থী হিরো আলম :
এবার হিরো আলম আবারো আলোচনায় এলেন এমপি প্রার্থী হওয়া নিয়ে। বগুড়া ৪ কাহালু-নন্দীগ্রাম আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই সামাজিক যোগাযোগ তারকা। বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন পদত্যাগ করায়ে এই আসনটি শূণ্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এই আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হিরো আলম জানান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে তিনি এ আসনে নির্বাচন করতে চান। তবে জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন না দেয়া হলে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়াই করবেন তিনি। উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলমের অংশগ্রহণ এটিই প্রথম নয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে হিরো আলমকে ।
Leave a Reply