আর্জেন্টিনা প্রতারণা করে বিশ্বকাপ জিতেছে বলে মন্তব্য করেছেন মেক্সিকান ক্রীড়া বিশ্লেষক এবং ইএসপিএন-এর প্রখ্যাত সাংবাদিক আলভারো মোরালেস। তার দাবি বিশ্বকাপে আর্জেন্টিনা দল বিশেষ এক ধরনের মাদক গ্রহণ করে মাঠে নেমেছিলো।
চাম্পিয়নের মতো লড়াই করেই ৩৬ বছর পর শিরোপা পুনরোদ্ধার করেছে মেসির দল। বিশ্বজুড়ে চলছে এখন মেসি আর আর্জেন্টিনা বন্দনা। নিজ দেশের লাখো লাখো জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন মেসি মার্তিনেসরা। কিন্তু এমনই এক মুহূর্তে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন মেক্সিকান এক ক্রীড়া বিশ্লেষক ও সাংবাদিক আলভারো মোরালেস। ইএসপিন এর এই সাংবাদিক দাবি করেন একধরনের মাদক গ্রহণ করে মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তেরা। এছাড়া এই ক্রীড়া সাংবাদিক আজেন্টাইনদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেন। ‘ইএসপিএন’- এর ফুটবল বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে পেনাল্টি ‘উপহার’ দেওয়া হয়েছে। তিনি রেফারিকে ব্যাঙ্গ করে বলেন, ‘আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেওয়ায় রেফারিদের অভিনন্দন যা দেওয়া উচিত হয়নি। বিশেষ করে ফাইনালেরটা একেবারেই অদ্ভুত। তারা আসলে মেসিকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছে। তাছাড়া এখন পর্যন্ত আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ বিতর্কিত উপায়ে জিতেছে বলেও মন্তব্য করেন মোরালেস। শুধু তাই নয় মেসিকে ‘ব্যর্থ খেলোয়াড়’ হিসেবেও অভিহিত করেন এই সাংবাদিক। তবে তার এসব অভিযোগ একেবারেই গায়ে মাখছেননা আজেন্টাইন ভক্তরা।
Leave a Reply