এইচ আর রাসেল ডেস্ক :
আগামীকাল ২৮ ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় উদ্বোধন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬এর প্রথম অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেট্রোরেলের উদ্বোধন করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের জনানা ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে চলবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত। এসময় মন্ত্রী জানান উত্তরা থেকে আগারওগাঁও পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট এবং এর জন্য ভাড়া গুণতে হবে ৬০ টাকা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply