ডেস্ক রিপোর্ট
অবশেষে মেট্রোরেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। রাজধানী ঢাকার দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রীবাহী এ মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে টিকিট কেটে স্বপ্নের সেই মেট্রোরেলের প্রথম যাত্রীও হয়েছেন প্রধানমন্ত্রী। ২৮ ডিসেম্বর বুধবার। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন পালক। বাংলাদেশ প্রবেশ করলো মেট্রোরেলের যুগে। বুধবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন। সেই সাথে টিকিট কেটে স্বপ্নের মেট্রোরেলের প্রথম যাত্রী হয়ে ইতিহাসে ঠাঁই করে নেন প্রধানমন্ত্রী। ট্রেনে ওঠার আগে প্রধানমন্ত্রী ফ্লাগ ম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেন। যাত্রা শুরুর পর মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছে যায় প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য দ্রুত গতির এ মেট্রোরেল ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলাচল করবে। এতে করে রাজধানীর চিরচেনা যানজটের অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply