শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগান কে ধারণ করে সরিষাবাড়িতে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল আলম তরফদার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনূপ সিংহ , সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,চালকল ও কৃষক সমন্বয়কারী রাজু আহমেদসহ মিল মালিক ও স্থানীয় কৃষকরা। উপজেলা খাদ্য গুদাম খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক জানান, চলতি মওসুমে উপজেলায় সরকারি ভাবে ৮১২ মে.টন ধান ও ৭৬৪ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২৬ টি চালকল মিলের মধ্যে ৬ টি চালকলে চাল দেওয়ার চুক্তি হয়েছেে। উল্লেখ্য গত অর্থবছরের চাল এর লক্ষ্য মাত্রা পূরন হলেও ধানের লক্ষ মাত্রা অর্জিত হয়নি।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply