ফুটবল বিশ্বের বিস্ময় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর নেই। বৃহস্পতিবার ৮২ বছর বয়সে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নেসিমেন্তো। পেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘণ বার্তা দিয়েছেন মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেরা। ১৯৪০ সালের ২৩ অক্টোবর জন্ম নেওয়া পেলের আসল নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। তবে বিশ্ব তাকে পেলে নামেই চেনে। বিখ্যাত এই ফুটবলার ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জয় করেন । ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারের এই কীর্তি গড়ার নজির নেই। ১৯৭৭ সালে ফুটবলকে চিরতরে বিদায় জানিয়ে দেন পেলে। ১৯৯৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি দেয়। তাছাড়া পেলে ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে ফিফা ঘোষিত ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হন। ফুটবলকে শুধু একটি খেলা নয় একটি শিল্পে পরিণত করেছিলেন বর্ণীল ক্যারিয়ারের ধারক ফুটবলের এই কিংবদন্তী। তার বিদায়ে দীর্ঘদিনের জন্য একাকীত্ব অনুভব করবে ফুবলবিশ্ব।
Leave a Reply