বছরের শেষ দিনে ভক্তদের একরকম দুঃসংবাদই শোনালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিয়ের এক বছর না যেতেই সন্তানকে নিয়ে স্বামী চিত্রনায়ক রাজের ঘর ছেড়ে বের হয়ে গেলেন তিনি। সিদ্ধান্ত নিলেন রাজের সাথে আর সম্পর্ক রাখবেন না। শিগগিরই রাজকে পাঠিয়ে দিবেন বিচ্ছেদের চিঠি। কিন্তু কেন হঠাৎ বছর না ঘুরতেই পরীমণিকে নিতে হলো এমন সিদ্ধান্ত?
যে কারণে এমন সিদ্ধান্ত নিলেন পরীমণি :
বছর জুড়েই আলোচনায় ছিলেন রাজ পরীমণি দম্পতি। যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের মুহূর্তগুলো শেয়ার করতেন তাতে কোনোভাবেই বোঝার উপায় ছিলো না যে তারা সুখে নেই। কিংবা তাদের ভেতরে ভেতরে বয়ে যাচ্ছে কোনো ঘর ভাঙ্গা ঝড়। কিন্তু বছরের শেষ দিনে এমন অদ্ভুদ এবং অবাক করা খবরই জানালেন চিত্রনায়িকা পরীমণি। রাজের ঘর ছেড়ে সন্তানকে নিয়ে বের হয়ে গেছেন তিনি। ছিন্ন করে এসেছেন রাজের সাথে তার সব রকমের সম্পর্ক। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে দেওয়া পরীমনির এমন স্ট্যাটাসে সবারই চক্ষু চরকগাছ। সেখানে তিনি লিখেছেন ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’ পরীমণি তার স্ট্যাটাসে আরো লিখেছেন ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। তৎক্ষণাৎ পরীর এমন পোস্টকে অনেকে ফান বলেও ভাবতে শুরু করেছিলেন। কিন্তু টেলিফোনে গণমাধ্যমের সাথে বিষয়টি নিশ্চিত করেন পরীমণি নিজেই। তিনি জানালেন ৩০ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে তিনি সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন। এখন থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই পাঠিয়ে দিবেন বিচ্ছেদের চিঠিও। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হলো এমন প্রশ্নে পরিষ্কার করে কিছু না বললেও পরীমণি জানালেন
‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল দুজনের মধ্যে । কিন্তু সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষমেষ আর পেরে উঠলেন না। পরী আরো জানালেন রাজের আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে যেতে হলো। উল্লেখ্য ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। গেলো বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাত্র ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাঁদের। তারপর ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহাম মুহাম্মদ রাজ্য। ৪মাসের এই রাজ্যকে নিয়েই ঘর ছাড়লেন পরীমণি। তবে রাজ পরীমণির মধ্যে সম্পর্কের অবসান এত তাড়াতাড়ি ঘটবে এমনটা ভাবেননি তার ভক্তরা। রাজ পরীমণির সম্পর্কের এই ভাঙ্গন বিবাহ বিচ্ছেদে রূপ নেবে কি না নাকি মান অভিমান ভুলে পরীমণি আবারো ফিরে যাবেন রাজের ঘরে তা বলে দেবে সময়। তবে রাজ পরীমণির ভক্তরা চান আবারো এক হয়ে যাক তাদের প্রিয় তারকা দম্পতি।
Leave a Reply