জামালপুরের সরিষাবাড়ীতে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এ ভবনের উদ্বোধন করেন। এ সময় আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা,শিক্ষা প্রকৌশল বিভাগের উপ সহকারী প্রকৌশলী ফিরোজ ইকবাল, ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক(স্বপন),কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।উদ্বোধন অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্কিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে ।
Leave a Reply