“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে র্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন। এ সময় আরোও বক্তব্য রাখেন সাবেক সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর মেয়র মনির উদ্দিন,আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম মানিক, উপকারভোগী পরিমল রায়, জহুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান। এতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গনম্যাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে
Leave a Reply